মেহেরপুরের পর এবার রাজবাড়ীর কৃষকের পাশে “স্বপ্ন”

এবার শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বিভিন্ন এলাকার কৃষকরা। কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক কৃষকরা জমির সামনে বসে কান্না করছেন। সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমে প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। গত সপ্তাহে মেহেরপুরের কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাঁদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’ । এবার মেহেরপুরের পর রাজবাড়ীতে পৌছে যায় স্বপ্ন টিম, কৃষকের এমন কষ্ট কমানোর চেষ্টায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এবার রাজবাড়ী এলাকার কৃষকের কাছ থেকে ন্যায্যমুল্যে ফুলকপি কিনেছে স্বপ্ন টিম।

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটি রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকার ফুলকপি সবজি চাষি মিজান মন্ডল এবং টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনেন।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথমে মেহেরপুরের কৃষকদের হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর রাজবাড়ী এলাকার কৃষকের ফুলকপি বিক্রি নিয়ে হতাশার বিষয়টি জানতে পারি । স্বপ্ন’র টিম মেহেরপুরের পর রাজবাড়ী পৌছে যায় এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।  স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য আজ (শুক্রবার) থেকেই স্বপ্ন আউটলেটে থাকবে রাজবাড়ী এলাকার সেই কৃষক ভাইদের জমির ফুলকপি।যেখানেই কৃষকের কান্না সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ