সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে।
প্রতিষ্ঠানটি রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকার ফুলকপি সবজি চাষি মিজান মন্ডল এবং টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনেন।
‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথমে মেহেরপুরের কৃষকদের হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর রাজবাড়ী এলাকার কৃষকের ফুলকপি বিক্রি নিয়ে হতাশার বিষয়টি জানতে পারি । স্বপ্ন’র টিম মেহেরপুরের পর রাজবাড়ী পৌছে যায় এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য আজ (শুক্রবার) থেকেই স্বপ্ন আউটলেটে থাকবে রাজবাড়ী এলাকার সেই কৃষক ভাইদের জমির ফুলকপি।যেখানেই কৃষকের কান্না সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ