সেলিম মোর্শেদ রানা
পাবনা প্রতিনিধি:-সোমবার রাতে পাবনা সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর গ্রামের প্রবাসী বাতেন শেখের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১০ জন নারী পুরুষকে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা সুজানগর,পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন । এদিকে ভুক্তভোগীরা জানান চাঁদা না দেয়ায় এলাকার সন্ত্রাসী মামুন, বাদশা, মোস্তফা, নজরুল, তুষার,সেলিম, মিন্টু, আলতাফ, রিফাত, জিন্না, ও জাহাঙ্গীরের নেতৃত্বে ২০-২৫ জনের সংঘবদ্ধ দল দেশীয় অর্থশাস্ত্র দিয়ে তাদের পরিবারের উপর ওতর্কিত হামলা চালায়। এ বিষয়ে ভুক্তভোগী বাতেন শেখের আত্মীয় মিনাজ মোল্লা বাদি হয়ে ২১ দুজনের বিরুদ্ধে সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ঘটনা স্থানে আমাদের পুলিশ পাঠিয়েছি, মামলাও এন্ট্রি করা হয়েছে, আশা করি খুব শীঘ্রই আসামি ধরছে সক্ষম হব।