দেশের শান্তির জন্য জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করুন – রোমান

শহিদুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি: রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেছেন,দেশের শান্তির জন্য জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করুন। কারন জাতীয়তাবাদী দল মানুষের কল্যানের জন্য কাজ করে। তিনি গত সোমবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জামাল খান।
সম্মেলনে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ,রেজাউল করিম সরদার রিপন, সহসভাপতি কায়াস আল মহমুদ, সদর উপজেলা ছাত্রদলের সম্পাদক প্যারিস হোসেন,পাংশা উপজেলা উপজেলা ছাত্রদলের সাধারন শরিফুল ইসলাম শরিফ, কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান, যুগ্মসাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous article
সেনাবাহিনী প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৫: মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল Paul Velentino PHIRI, MSM, psc, ndc. PhD আজ সোমবার (০৩-০২-২০২৫) ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার’কে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তাঁর এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও মালাউই এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
Next article

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ