ফরিদপুর জেলা স্কুলের পুরস্কার বিতরণ ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা স্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার
পুরস্কার বিতরণ ও ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠিত  হয়েছে ।
আজ মঙ্গলবার  সকাল  ১১ টার দিকে ‌‌ এ উপলক্ষে আলোচনা সভা সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মোজাম্মেল হক এবং সাইয়াদুল ফজল রতন স্যার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ‌ ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোঃ বাকাইদ হোসেন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন
শিক্ষার্থীদের কাজ দুইটা নিজের শরীর ভালো রাখা  লেখাপড়া করা। তিনি আরো বলে এই দুইটা জিনিস করলে বাকি জিনিসগুলো সাথে সাথে হয়ে যাবে।
শরীর ভালো রাখার জন্য খেলাধুলা সুযোগ থাকলে  খেলাধুলা করতে হবে । পাশাপাশি  সমাজসেবা রাজনীতি  ব্যবসা-বাণিজ্য করেও হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। তিনি আরো বলেন  শুধুমাত্র  ক্লাসে ভালো ছাত্র হলেই সবকিছু করা সম্ভব না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন  আমি আশা করব তোমাদের ভিতরে যে বোধটা আছে সেটা তোমাদের কাজে লাগাতে হবে ।তোমাদের
নিজের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে দেশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। বৈশ্বিকভাবে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ সবাইকে কাজ করতে হবে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহমুদুল হক প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জনতা জুট মিল।  ‌ এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রতন কুমার সাহা, বিদ্যালয় শিক্ষক এমডি জাহিদ হোসেন, নুরুল ইসলাম কাজল, শামীম জোয়ারদার , আহসান হাবীব, প্রমূখ।
অনুষ্ঠানে মোজাম্মেল হক  ছাত্রবৃত্তিতে ৬০ জন শিক্ষার্থীকে এবং  সাইয়াদুল, ফজল, রতন স্যার শিক্ষাবৃত্তিতে মোট ২৪ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ