সুনামগঞ্জে অবৈধ মাটিকাটা ট্রাক থেকে চাঁদা তোলেন উপজেলার ক্যাশিয়ার! জানেন না সদরের সহকারি ভূমি কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি‌ :মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুর পুর ময়না মিয়ার রের্কডিয় জায়গা থেকে মাটি উত্তোলন করে পৌর শহরের মল্লিকপুর কবরস্থানে মাটি নিয়ে আসলে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার অবৈধ মাটি পরিবহণের দায়ে ট্রাক চালককে আটক করতে গেলে চালক ট্রাক রেখেই সেখান থেকে পালিয়ে যান। পরে অন্যান্য ট্রাক চালক ও শ্রমিক নেতারা একসঙ্গে একত্রিত হয়ে সড়ক ও সহকারী কমিশনারকে অবরোধ করে রাখেন এবং শ্রমিক নেতারা সেখানে থাকে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা দেন বলে অভিযোগ তুলেন।

তবে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান বলেন, ‘সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের ৭০টি ট্রাক চলে। যেখানে ঠিকাদারের মাধ্যমে আমাদের ট্রাক বিভিন্ন স্থানে মাটি ফেলে। তবে অহেতুক সদর উপজেলার সহকারী কমিশনার বিভিন্ন সময়ে আমাদের হয়রানি করে। যার ফলে যে সকল জায়গায় মাটি ফেলার কাজ চলমান সেখানের টিকাদাররা আমাদের মাধ্যমে এসিল্যান্ড অফিসের নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়ার কাছে সহকারী কমিশনারকে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দেওয়া হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. ইসমাইল রহমান বলেন, ‘আমি কোনো চাঁদা নেইনি। তবে আমার কার্যালয়ের কেউ যদি চাঁদা নিয়ে থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ