আখাউড়ায় প্রতিবন্ধী ছেলের হাতে মা খুন।

জামশেদ মিয়া,ভ্রাম্যমান প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যা করলেন সিয়াম মোল্লা নামের এক প্রতিবন্ধী ছেলে। এঘটনায় ওই প্রতিবন্ধী ছেলেকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসেন আখাউড়া থানা পুলিশ। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার আখাউড়া দক্ষিন ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার মিজান মোল্লার স্ত্রী।
বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা সেই ক্ষোভের কারণেই তার মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেন সে।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার জন্য চেষ্টা করছি।
নিহতের মেয়ে নাদিরা বেগম জানান, আমার ভাই একজন প্রতিবন্ধী। সে কয়েকদিন পরপর বাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাবার দাবার বন্ধ করে কান্নাকাটি করে ভেঙ্গে পড়ে। এ জন্য মা সিয়ামকে বাসা থেকে যেন যেতে না পারে সব সময় মায়ের নজরেই রাখতো। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে এসব কথা বলতেছে।
স্থানীয় ইউপি সদস্য মোসা মিয়া জানান, ভোর ৬টার দিকে খবর পায় মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করে চলে গেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে হত্যাকারী সিয়াম মোল্লাকে গ্রেফতার করা হয়।
এদিকে খুনি যেই হউক সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীর বিচার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ