নেত্রকোনায় ৪ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আইরিন আলিফ নেত্রকোনা :
নেত্রকোনায় এ বছর ৪ লাখ ৪ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই ভবনে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান তিনি।
সিভিল সার্জন বলেন, শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৪৩ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৩ লাখ ৬০ হাজার ৫০০ জন। আগামী ১৫ মার্চ দিনব্যাপী জেলার ১০টি উপজেলা ও ২টি পৌরসভার স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ২ হাজার ১০৮টি টিকাদান কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, একটি শিশুও যাতে করে “এ” প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ না যায়, সেদিকে সকলকেই দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে প্রত্যেক্ষটি পরিবারে স্বাস্থ্য বার্তা এবং পুষ্টি বার্তা পৌছে দিতে হবে। মানুষ সচেতন হয়ে পুষ্টি বার্তা মেনে চললে ভিটামিন “এ” এর অভাব পূরণ হবে।
প্রেস ব্রিফিংয়ে জেলার জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ