আল মামুন,শ্রীপুর;
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী আবদুল আওয়াল, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, আবুল বাসার আবু, সাইফুল ইসলাম ঝন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক মুজাহিদ ইসলাম, সদস্য সচিব: আহম্মেদ সাজ্জাদ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভায় আগামী ২৬ মার্চ মহান যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এর আগে ২৫ মার্চ কালো রাত উপলক্ষে সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করা হয় ।