বিএনপি কর্মীদের হামলায় বাম গণতান্ত্রিক জোটের মিছিল পণ্ড

বাম গণতান্ত্রিক জোটের শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার কর্মী সমাবেশ ও লাল পতাকা মিছিলে বিএনপির কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা মিছিলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেললে মিছিলটি পণ্ড হয়ে যায়।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রার কর্মী সমাবেশ ও লাল পতাকা মিছিলের আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট শরীয়তপুর জেলার নেতাকর্মীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে নাগেরপাড়া বাজারে আসলে মিছিলে বাধা দেন স্থানীয় বিএনপির কর্মী রবিউল হরকরা ও কামাল ঢালীসহ একদল লোক। এ সময় বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে মিছিলে হামলা চালিয়ে রবিউল হরকরা ও কামাল ঢালীসহ অন্যরা মিছিলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে নেতাকর্মীদের মারধর করেন। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ