গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমানসহ বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে ১০ বছর আগে করা একটি বিষ্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। এছাড়াও গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি জামায়াতের ৬০ নেতাকর্মী এ মামলা থেকে অব্যহতি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক রেহেনা আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রæয়ারি তৎকালীন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারে নাম না থাকলেও চার্জশীটে তারেক রহমানকে আসামি করা হয়।
এ মামলায় ৮জন সাক্ষী স্বাক্ষ ঘোষণা করে। দীর্ঘ ১০ বছর শুনানী শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার চার্জশীটে বলা হয় দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানাধীন সাইনবোর্ডস্থ কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়।
গাজীপুর আদালতের বিএনপি পন্থী আইনজীবী ড. সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লা খানের পরামর্শে রাজনৈতিক হয়রানীর উদ্দেশ্যে এ মামলার চার্জশীটে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।
আদালতে শুনানিকালে বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদউজ্জামান, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, জাকিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নাছির উদ্দিন, আনোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ