ফরিদপুর জেলা প্রতিনিধি
(আশরাফ উদ্দিন তারা )
ফরিদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম লুৎফর রহমান এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী দেবাশীষ বাগচি,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিচালক শামীম হোসেন, ফরিদপুর জেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মেহেদী হাসান, ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, এ সময় উপস্থিত ছিলেন চর মাধবদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল, আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, রহমান কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সী,
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা মিয়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন অফিস সহকারি মিজানুর রহমান এবং মোহাম্মদ মামুনুর রহমান।
এ সময় সদর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। মাদকদ্রব্য, ভিজিএফ কার্ড বিতরণ , চোরাচালান, বাল্যবিবাহ , যৌতুক , ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।