নিজস্ব প্রতিনিধি নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সদ্য যোগদানকৃত রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো : মাসুদ রানা।
বৃহসপতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম.নূরউদ্দিন , রায়পুরা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি মো ফরিদ উদ্দিন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অজয় সাহা, উপজেলা রিপোর্টার্স ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো: দীদার মিয়া, সাবেক রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খান, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি একে এম রেজাউল করিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।