সংগীতশিল্পী তাহসান খান সম্প্রতি সংগীতাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এ সিদ্ধান্তে ভক্ত ও সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এই বিদায় মেনে নিতে পারছেন না, আবার কেউ জানাচ্ছেন প্রিয় তারকাকে শুভেচ্ছা। তবে আবেগভরা প্রতিক্রিয়ায় প্রিয় তারকার প্রতি অভিমানী মনোভাব প্রকাশ করেছেন অভিনেত্রী প্রসূন আজাদ।
শৈশবের স্মৃতিচারণ করে প্রসূন লিখেছেন, তিনি বহু আগে থেকেই তাহসানের ভক্ত। টিফিনের টাকা জমিয়ে তাঁর ক্যাসেট বা সিডি কেনা, স্কুলব্যাগে মার্কার দিয়ে লেখা “তাহসান প্লাস প্রসূন”, এমনকি পল্টন পুলিশ কোয়ার্টার্সের দেয়ালজুড়ে ‘তাহসান’ লিখে রাখা—সবই তাঁর ভক্তি আর পাগলামির অংশ ছিল।
প্রসূন জানান, ছোটবেলা থেকে প্রিয় তারকাকে নিয়ে অপমান সহ্য করলেও তাঁর বিরুদ্ধে কোনো কটু কথা কখনো মানতে পারেননি। অভিনয়ে আসার পর লাক্স সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে কাজের প্রয়োজনে প্রিয় তারকার সঙ্গে প্রথম দেখা হয়, আড্ডা ও শোতেও যুক্ত হন। তখনও তিনি বুঝতে দেননি যে, তাহসানের সবচেয়ে বড় ভক্ত তিনিই।
স্ট্যাটাসে প্রসূন লেখেন, “আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আজও অটুট। ছোটবেলার সেই ব্যাগের লেখার মতোই এখনো রয়ে গেছে। ভক্ত হিসেবে চাই আপনি যা মন চায় করেন। আপনি ভালো থাকলেই আমরা খুশি।”
তাহসান খান এবার সংগীত থেকে বিদায় নিলেও এর আগেই তিনি অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।