সোমবার | ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২

আজ প্রথম প্রেম মনে করার দিন

ষ্টাফ রিপোর্টার

কখনো কি হঠাৎ কাউকে মনে করে মৃদু হেসে ফেলেছেন? মনে হয়েছে তার কথা ভাবলেই ভেতরে ভেতরে ভালো লাগা কাজ করছে? সেটাই তো প্রেম। লতা মুঙ্গেশকরের গানের মতোই—প্রেম নীরবে আসে, কিন্তু হৃদয়ের দুয়ারে গভীর ছাপ ফেলে যায়।

প্রথম প্রেম সবসময়ই আলাদা। এতে থাকে না কোনো অপরাধবোধ বা দ্বিধা। থাকে কেবল নির্মল, সতেজ এক অনুভূতি। প্রথম স্পর্শ, পাশাপাশি হাঁটা কিংবা মনের কথা ভাগাভাগি করার আনন্দ—এসবই জীবনের স্মৃতিতে অমূল্য হয়ে ওঠে।

আজ ১৮ সেপ্টেম্বর, ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হয়, এরপর থেকে প্রতি বছরই দিনটি পালিত হচ্ছে। যদিও এর সঠিক উৎপত্তি নিয়ে কোনো তথ্য নেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এদিন সরকারি ছুটি পর্যন্ত পালন করা হয়।

এই দিনে অনেকেই ফিরে যান নিজের প্রথম প্রেমের স্মৃতিতে। কেউ হয়তো এখনো সেই মানুষটিকেই জীবনে আগলে রেখেছেন, আবার কারও জীবনে এসেছে নতুন কেউ। তবে প্রথম প্রেমের জায়গা হৃদয়ে চিরকালীনই থেকে যায়।

কবি আহসান হাবীব লিখেছেন—“তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।” আবার হুমায়ুন আজাদের মতে—“মানুষ যখন প্রেমে পড়ে, প্রতিটি প্রেমই প্রথম প্রেম।”

তাহলে আজ আপনারও সুযোগ রয়েছে নিজস্ব প্রথম প্রেমের গল্পটা মনে করার, কিংবা যদি সেই মানুষটি আজও পাশে থাকে, তবে আবারও ফিরে যাওয়ার সেই স্বপ্নময় দিনগুলোয়। আজকের দিনটি হোক প্রেমে ভরা এক অনন্য দিন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

বিজ্ঞাপন

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD