কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম।
এসময় বিপুল সংখ্যক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দর্শকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে গ্যালারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
হঠাৎ সহিংসতায় ইউএনওসহ অন্তত ২০ জন আহত হন। পরে বিকেল পাঁচটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।