ঢাকার বিমানবন্দর স্টেশনে এক নারী তিন বছরের শিশুসহ চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি শনিবার (২০ সেপ্টেম্বর) ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন নারী শিশুসহ ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে শুয়ে পড়েন। এতে তিনি এবং তার শিশুটি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
রেলওয়ে সূত্রে জানা যায়, ওই নারী বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুর যাওয়ার জন্য ভুল করে মোহনগঞ্জের একটি ট্রেনে উঠেছিলেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি জানতে পারেন যে এটি জয়দেবপুর থামবে না। তখন তিনি সন্তান কোলে নিয়ে নামতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।