সোমবার | ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২

নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের

ষ্টাফ রিপোর্টার

নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবিতে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “জনগণ যদি গণভোটে পিআরের পক্ষে মত দেয়, বিএনপিকেও তা মেনে নিতে হবে। আমরা আশ্বাস দিচ্ছি—অধিকাংশ মানুষ যদি পিআরের পক্ষে ভোট দেয়, সেটি সবার মেনে নেওয়া উচিত।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “পিআর পদ্ধতিতে ভোট দলকে দেওয়া হবে, ব্যক্তিকে নয়। এতে ছোট-বড় সব দলের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হবে। সংসদ হবে জনগণের অংশীদারিত্বভিত্তিক। ফলে কোনো দল দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সংসদে গিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।”

প্রধান নির্বাচন কমিশনারের অবস্থান নিয়ে তিনি অভিযোগ করে বলেন, “পিআর প্রশ্নে সংবিধানকে সামনে আনা হচ্ছে। কিন্তু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। সাহস থাকলে গণভোট দিন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। গায়ের জোরে দেশ চালানোর দিন শেষ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “বিএনপি পিআর মানতে চায় না। তারা প্রধানমন্ত্রী টানা ১০ বছরের বেশি থাকতে পারবে না—এমন প্রস্তাবও মানতে চায় না। সাংবিধানিক পদে প্রধানমন্ত্রীর ইচ্ছামাফিক নিয়োগের পরিবর্তে আলাদা নিয়োগ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবেও তাদের আপত্তি। দল নির্বাচিত হলে কোনো ব্যক্তি কালোটাকা বা পেশিশক্তি দিয়ে কারচুপি করতে পারবে না—এজন্যই তারা পিআর পদ্ধতি চায় না।”

জাতীয় পার্টি ও ১৪ দলের সমালোচনা করে তিনি বলেন, “ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তারা আওয়ামী লীগের সহযোগিতা করেছে। আওয়ামী লীগের মতো তারাও সমানভাবে দায়ী। তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা উচিত।”

আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছেন আমরা তো ঐকমত্য কমিশনের আলোচনায় যাচ্ছি, তবে রাজপথে কেন? কারণ গোপনে খসড়া বিএনপিকে দিয়ে দেওয়া হয়েছে। এতে সমান সুযোগ থাকে না। তবুও আমরা আলোচনায় বসতে রাজি আছি, তবে জনমত যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।”

রংপুর মহানগর জামায়াতের আমির মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মাহবুবার রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী প্রমুখ। সমাবেশ শেষে ৫ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

বিজ্ঞাপন

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD