ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দায় সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচি চললেও সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ৬টা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এর ফলে যান চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। তবে হামিরদী বাসস্ট্যান্ড, পুখুরিয়া, মাধবপুর ও মনসুরাবাদ এলাকায় মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে দেখা গেছে আন্দোলনকারীদের।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সড়ক-মহাসড়ক সচল রাখতে পুলিশ ও আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “আন্দোলনকারীরা এখন রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। আমরা নিশ্চিত করেছি যেন যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং জনগণের ভোগান্তি না হয়।”
এর আগে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা টানা পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন, যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত হয়েছিল।