সোমবার | ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২

ফেসবুকে বিরক্তিকর ফ্রেন্ড সাজেশন বন্ধ করার উপায়

দৈনিক চিত্র ডেস্ক

ফেসবুকের সবচেয়ে ঝামেলার ফিচারগুলোর একটি হলো “People You May Know”। হঠাৎ করে অচেনা লোকদের প্রোফাইল ভেসে ওঠা অনেকের কাছেই বিরক্তিকর।

তবে সুখবর হলো—এটি সেটিংস থেকে বন্ধ করা যায়। যদিও সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, তবুও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তি অনেকটাই কমে যায়।

কম্পিউটার থেকে

  • ফেসবুক খুলে উপরের ডান পাশে থাকা Account আইকন-এ ক্লিক করুন।
  • Settings & privacy এ ক্লিক করে Settings নির্বাচন করুন।
  • বাম দিকের মেনু থেকে Notifications এ যান।
  • সেখানে গিয়ে People You May Know অপশন খুঁজে বের করুন।
  • এখানে Push, Email, SMS নোটিফিকেশন আলাদাভাবে বন্ধ করতে পারবেন। চাইলে একেবারেই বন্ধ করে দিতে পারেন।

মোবাইল থেকে

  • ফেসবুক অ্যাপ খুলে উপরের ডান পাশে থাকা প্রোফাইল আইকন চাপুন।
  • নিচে স্ক্রল করে Settings & privacy → Settings এ যান।
  • এবার Notifications অপশন নির্বাচন করুন।
  • People You May Know খুঁজে বের করে উপরের Toggle Button বন্ধ করুন।
  • একবার বন্ধ করলে নোটিফিকেশন আর আসবে না।

পুরোপুরি কি বন্ধ করা যায় না?

  • দুঃখজনক হলেও সত্যি নিউজফিডে ভেসে ওঠা Friend Suggestion পুরোপুরি বন্ধ করা যায় না।
  • শুধু Hide people you may know বেছে নিয়ে সাময়িকভাবে লুকানো যায়। কিছুদিন পর আবার দেখা দেবে।

ফেসবুক কীভাবে Friend Suggestion দেখায়?

ফেসবুক নানা তথ্য ব্যবহার করে এসব পরামর্শ দেখায়—

  • মিউচুয়াল ফ্রেন্ড
  • একই গ্রুপে থাকা সদস্যরা
  • আপনার ফোনের কনট্যাক্ট লিস্ট
  • কাজের জায়গা, স্কুল বা বিশ্ববিদ্যালয় তথ্য
  • এমনকি আপনার লাইক, কমেন্ট, লোকেশন—সবই কাজে লাগে।

পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও নোটিফিকেশন বন্ধ করলে বিরক্তিকর অ্যালার্ট থেকে মুক্তি মিলবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

বিজ্ঞাপন

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD