এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে টিকে আছে বাংলাদেশ। তবে এখনো নিশ্চিত হয়নি সুপার ফোরের টিকিট। টাইগারদের ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কার হাতে। লঙ্কানরা যদি আফগানিস্তানকে হারাতে পারে, তবে কোনো জটিল সমীকরণ ছাড়াই পরের রাউন্ডে উঠবে বাংলাদেশ।
এই প্রেক্ষাপটে বাংলাদেশি সমর্থকদের দিকেও ভরসার বার্তা দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, তার দল জয় নিয়েই মাঠে নামবে—যা বাংলাদেশের জন্যও স্বস্তির খবর হয়ে উঠতে পারে।
শানাকা বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমর্থকরাও আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা অবশ্যই আফগানিস্তানকে হারাতে চাই। তারা শক্তিশালী দল, তবে জিততে পারলে সেটি আমাদের জন্যও ইতিবাচক হবে।’
আবুধাবির উইকেটে মূল লড়াই হতে পারে স্পিনারদের। আফগানিস্তানের স্পিন আক্রমণ ভয়ঙ্কর হলেও শ্রীলঙ্কারও রয়েছে অভিজ্ঞ স্পিন বিভাগ। শানাকার মতে, ‘এই ম্যাচে স্পিনারদের বড় লড়াই হবে। আফগানিস্তানের বোলিং শক্তিশালী, তবে আমরা প্রস্তুত এবং এখানকার অভিজ্ঞতাও আমাদের আছে।’
শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ নিশ্চিত করবে সুপার ফোর। তবে যদি লঙ্কানরা হেরে যায়, তবু বাংলাদেশ টিকে যাবে, যদি না শ্রীলঙ্কা বড় ব্যবধানে পরাজিত হয়। তাই আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের সমর্থকরা স্পষ্টতই লঙ্কানদের জয় কামনায় বসে থাকবেন।