সোমবার | ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২

মাউসি

মাউসি’র চরম অবহেলা, ৫ বছর ঝুলে আছে নিয়োগ, চাকরি প্রত্যাশীদের অমানবিক জীবন যাপন

বিশেষ প্রতিনিধি

২০২০ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হলেও ৫ বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো প্রকাশিত হয়নি প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার ও ল্যাবরেটরি সহকারী ৬১০ পদের চূড়ান্ত ফলাফল। দীর্ঘ প্রতিক্ষা অনষণ, এমনকি হাইকোর্টের নিদের্শনার পরেও ফল প্রকাশ না হওয়ায় নিয়োগ প্রত্যাশিরা চরম হতাশায় ‍দিন কাটাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে নিয়োগের জন্য ২২ সেপ্টেম্বর ২০২০ মোট ২৮টি ক্যাটাগরিতে ৪০৩২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরিক্ষা শুরু হয় ২০২১ সালে মার্চে এবং শেষ হয় ২০২২ সালের মে মাসে।

এর পর ৩৪২২টি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগ দেওয়া হলেও বাকি ৬১০টি পদ (প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী কাম-ক্যাটালগার গ্রন্থাগারিক ও ল্যাবরেটরি সহকারী) এখনো ঝুলে আছে।লিখিত পরিক্ষার ফল প্রকাশ করা হয় ২৪ এপ্রিল ২০২৪ তারিখে এবং ভাইভা অনুষ্ঠিত মে-জুন এ। কিন্তু এর পরও দেড় (১.৫) বছর পাড় হয়ে গেছে, ফলাফল প্রকাশিত হয়নি।

নিয়োগ প্রার্থীরা দৈনিক চিত্রকে বলেন, প্রথম ডিপিসি মিটিং হয় ৩১-১২-২০২৪ তারিখে কিন্তু ফলাফল প্রকাশিত হয়নি। মাউশির মহাপরিচালক আজাদ খান  ১১ মে ২০২৫ উনার ফেস বুক ভেরিফাইড পেজে স্ট্যাটাসে বলেন, নিয়োগ কমিটির আহবায়ক নিযুক্ত হয়েছে। খুব দ্রুতই প্রদর্শকসহ অন্যান্য পদের ফলাফল প্রকাশিত হবে। এই পেক্ষিতে, পুনরাই ডিপিসি মিটিং হয় ২১-০৪-২০২৫ তারিখে। উপ পরিচালক শাহজাহান  ২৩ মে ২০২৫ আমাদেরকে বলেন, ফলাফল ঢাকা শিক্ষাবোর্ডে সংরক্ষিত আছে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করবো। ঢাকা শিক্ষাবোর্ড থেকে ফলাফল শীট আনার পর আমাদের সাথে মাউশির কোনো কর্তৃপক্ষ আর কথা বলতে রাজি হয়নি।

ফলাফল প্রত্যাশিতরা ১৭, ১৮ ও ১৯ জুন আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে। ১৭ জুন দিন শেষে মাউশির একজন কর্তৃপক্ষ বলেন, আপনাদের ফলাফর প্রস্তুত আছে মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় আমরা আছি। মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশ পেলেই আমরা ফলাফল প্রকাশ করবো। ১৮ ও ১৯ জুন মাউশির কোনো কর্তৃপক্ষ আমদের সাথে কথা বলেনি।

২৯ জুন ২০২৫ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধম্যে দেশবাসীকে জানান, ২০২০ সালের নিয়োগ পরিক্ষার ফলাফল এখানো প্রকাশ করেনি মাউশি। মন্ত্রণালয় ও মাউশি দ্বারে দ্বারে ঘুরেও ফল প্রকাশের কোনো পথ খোঁজে পাইনি চাকরি প্রার্থীরা। ২৯ জুন সংবাদ সম্মেলনের পর মাউশির সামনে মানব-বন্ধনের জন্য দাড়ালে কর্তৃপক্ষের নিদের্শে মাউশির ড্রাইভার, কর্মচারী ও নিরাপত্তা বাহিনী মিলে চাকরি প্রার্থীদের উপর হামলা চালায়,এতে অনেক ফলাফল প্রাত্যাশি গুরুত্বর আহত হন। ফলাফল প্রাত্যাশিরা কোনো পথ না পেয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হন।

২৪ জুলাই ২০২৫ আইনজীবী মোহাম্মদ শিশির মনির (বাংলাদেশ সুপ্রিমকোর্ট) এর মাধ্যমে আইনী নোটিশ পাঠানো হয়। ১২-০৮-২০২৫ প্রদর্শক, গবেষণা সহকারী, সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার ও ল্যাবরেটরি সহকারী পদের ফলাফল প্রকাশের জন্য হাইকোর্ট ডিভিনের এক বেঞ্চ (যার সভাপতিত্ব করেন মাননীয় বিচারপতি মো: হাবিবুল গনি) রিট পিটিশন নং ১১৯৩১/২০২৫ এর সাপেক্ষে একটি রুল ও নির্দেশনা জারি করা হয়েছে। আদালতের এই রুলে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ফলাফল প্রত্যাশি প্রত্যাশিদের আবেদনটি নিষ্পত্তি করার জন্য প্রয়োজনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। মাউশি এখনো তেমন দৃর্শমান পদক্ষেপ গ্রহন করেনি।

ফলাফল প্রত্যাশি হোসাইন মোহাম্মদ জাকারিয়া ( ঢাকা বিশ্ববিদ্যালয়) বলেন, আমিসহ অধিকাংশ প্রার্থীদের চাকরির বয়স শেষ তাই এই ফলাফল নিয়ে উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় দিন পার করছি। বৈষম্যবিরোধী বাংলাদেশে ফলাফল প্রত্যাশি হিসাবে নতুন করে বৈষমের শিকার হচ্ছি। লিটন কোমার বিশ্বাস (ঢাকা বিশ্ববিদ্যালয়) বলেন, চাকরির ফলাফল নিয়ে মাউশির এমন তালবাহানা আমাদের জন্য সমীচিন নয়। ৫ বছরের বেশী সময়েও ফলাফল প্রকাশ না হওয়া একটি প্রতিষ্ঠানের ব্যার্থতাই প্রকাশ করে। মোহাম্মদ সুজন আলী (ঢাকা কলেজ) বলেন, আমাদের কোনো চাকরি নেই, বয়স শেষ, পরিবার নিয়ে সামাজিকভাবে খুব খারাপ অবস্থায় আছি। মাইন উদ্দিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) বলেন, এই ফলাফলের জন্য এমন কোনো জায়গা নেই আমরা অনুরোধ করিনি, কেউ কোনো রকম সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি তাতেও মাউসি এই রেজাল্টের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেনা। 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

বিজ্ঞাপন

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD