চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী ২৫ জন নাগরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াত অফিসে সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
নতুন সদস্যদের নেতৃত্ব দেন শ্রী সুমন সাহা। তিনি জানান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় তারা জামায়াতের রাজনীতিতে যুক্ত হয়েছেন।
সাবেক এমপি মো. লতিফুর রহমান বলেন, “আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই যোগদান প্রমাণ করে মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে।”
সুমন কুমার শাহা বলেন, “আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকৌশল আমাদের ভালো লেগেছে। তাদের আচার-আচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে— এতে কোনো দ্বন্দ্ব নেই।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা মনে করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।